উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং ওয়াল্ড ভিশন, ঘোড়াঘাট এডিপি, ঘোড়াঘাট, দিনাজপুর এর সহযোগিতায় ভর্ণাপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ নিরোধ কল্পে ২১/০৪/২০১৫খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ প্রায় ১,২০০ লোকের উপস্থিত ছিল।উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোছাঃ রোখছানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভাইস চেয়ারম্যানদ্বয়, অফিসার ইনচার্জ, ঘোড়াঘাট থানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবঙ উপজেলা কৃষি কর্মকর্তা। সভায় সকলে বাল্য বিবাহ নিরোধ কল্পের উপর তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস