ঘোড়াঘাট উপজেলায় ১১,১২,১৩,১৪ সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখ পর্যন্ত নির্বাচিত জলাশয়ে সরকারি অর্থে প্রায় ৪৯৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ করা হচ্ছে। নির্বাচিত জলাভূমি হচ্ছে- দৌলিরঘাট,(মিশনমোড়) মহিলা নদী, ৩নং সিংড়া ইউপি/বলগাড়ী ব্রীজের উত্তর-দক্ষিণ পার্শ্বের মহিলা নদীর কিয়দংশ জলাশয়, ১নং বুলাকীপুর ইউপি/পুরাননকাটাদহ বিল, (পশ্চমে ব্রিজ পর্যন্ত) ঋষিঘাট, ৩নং সিংড়া ইউপি/নারায়নপুর ব্রীজ ঘাট মহিলা নদী ৩নং সিংড়া ইউপি/বিন্যাগাড়ী কদমতল ঘাট হইতে উত্তরে পাবর্তীপুর ব্রীজ পর্যন্ত মহিলা নদী, ১নং বুলাকীপুর ইউপি/কৈপাড়া পাকা রাস্তার মোড় হইতে পূর্ব দিকে করতোয়া নদীর সংযোগ স্থল পর্যন্ত মহিলা নদী ১নং বুলাকীপুর ইউপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস