Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

সড়ক পথই যোগাযোগের একমাত্র মাধ্যম। উপজেলায় সামান্য নদী পথ আছে। মোট রাস্তার দৈর্ঘ্য ৩৩০ কিঃ মিঃ। তন্মধ্যে পাকা রাস্তা ৬২ কিঃ মিঃ এবং অবশিষ্ট ২৬৮ কিঃ মি কাঁচা রাস্তা। উপজেলা সদরের সাথে চার ইউনিয়নের সড়ক যোগাযোগ বিদ্যমান। পাকা রাস্তা হিসেবে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-ফুলবাড়ী, ঘোড়াঘাট-হিলি, ঘোড়াঘাট-পাঁচবিবি ও ঘোড়াঘাট-পলাশবাড়ী পাকা রাস্তা উল্লেখযোগ্য। রাস্তাগুলো যোগাযোগের ক্ষেত্রে নবযুগের সূচনা করেছে। ঘোড়াঘাট করতোয়া নদীর উপর ১৯৯৬ সারে নির্মিত বেইলী ব্রিজটি ঘোড়াঘাটবাসীর  দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করেছে। বর্তমানে উপজেলার সকল রাস্তায় কার, বাস, ট্রাক, টেম্পু, মোটরসাইকেল, সাইকেল, গরুরগাড়ি, রিক্সা, ভ্যান প্রকৃতি যানবাহন চলাচল করে। তবে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো বর্ষাকালে কর্দমাক্ত হয়। এতে চলাচলে বেশ অসুবিধা হয়। তারপরেও আগের চেয়ে উপজেলার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। অনেক রাস্তার দু-ধারে নানা জাতের গাছের চারা রোপণ করার ফলে রাস্তায় ছায়া বৃদ্ধি ও শোভা বর্ধন করছে। কিন্তু সম্প্রতি রাস্তার দু’ধারে রোপিত গাছ অননুমোদিত ভাবে কর্তন করছে এক শ্রেণীর অসাধু লোক।