Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পাম বাগান
বিস্তারিত

ঘোড়াঘাট উপজেলার পাম বাগানটি বগুড়া-দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থিত। এই উপজেলার নুরজাহানপুর গ্রামে জনাব কাজী কাদের মোঞ্জুর ও জনাব কাজী নাসির মঈদ অনেকশখকরেপামবাগানকরেছেন। উভয়ের পিতা- মৃতঃ কাজী মুহিত, গ্রামঃ নুরজাহানপুর, ঘোড়াঘাট, দিনাজপুর। উক্ত পাম বাগানটি চকবামুনিয়া বিশ্বনাথপুর মৌজার এস,এ ৫০,৫৬ ও ৫৭ খতিয়ানভূক্ত ৮৯০ দাগের ১০.৪৯ একর জমির উপর অবস্থিত।এই পাম বাগানে প্রায় ১৪০০ পাম গাছ রয়েছে। দীর্ঘদিন পরিচর্যায়ফলে পামগাছগুলোবেশবড়হয়েউঠেছে।বেশিভাগগাছেখেজুরেরমতোথোকাথোকাপামফলও ধরেছে।এতে পাম বাগানের কর্তৃপক্ষ অনেক খুশি। ব্যক্তিগত উদ্যেগ ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় পাম বাগানটি অচিরেই ‍“শিশু স্বর্গ” নামে একটি পার্ক ও বিনোদন কেন্দ্রে রুপান্তরিত হয়েছে। এর ফলে পাম বাগানটি সকলের জন্য একটি অনাবিল আনন্দের পিকনিক স্থান হিসেবে গড়ে উঠবে।